T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় সত্যজিৎ সেন

উলের বল

পুরোনো আলমারির দেরাজ খুলতেই বেরিয়ে এল ন্যাপথলিনের নিশ্বাস ।
উলের দুটো বল, সাদা আর লাল, গড়িয়ে পড়ল নিচে I দুটো উলবোনা সাদা
কাঁটা অজন্তা,ইলোরা মেঝেয় ঝনঝন । একটা অসমাপ্ত লালসাদা সোয়েটার হাই
তুলছে । কার সোয়েটার,কে বুনেছিল,স্মৃতিচিহ্ন নেই।একমাত্র অজন্তা ইলোরা জানে
একঘর সোজা ,একঘর উল্টো সেই আঙুলের ইতিহাস ।

তুমি ভেবেছিলে দেরাজ খুলেই পাবে মঙ্গলের ফোবোস ও ডিমোস ।চুম্বনের পরে,
গাণিতিক উপপাদ্যে মঙ্গলের কক্ষপথে তাদেরকে ভালবেসে ছুঁড়ে দেবে ।
সাদা আর লাল উলের বল সিঁড়ি দিয়ে লাফিয়ে নামছে । অক্ষাংশ ও দ্রাঘিমাংশের
কৌণিক দূরত্ব , পিথাগোরাসের দর্শন ও জ্যামিতির সূত্রে তুমি উলের বলের গন্তব্য
খুঁজছ ।

বুকের ষোলোটা কৌটো খুলে গেছে ।প্রত্যেকটা থেকে গান গাইতে গাইতে বেরিয়ে
আসছে হলুদ রঙের ষোলোটা পাখি ।সাদা আর লাল উলের বল অন্ধকারে গড়িয়ে
যাচ্ছে কৈশোরের দিকে ।একঘর সোজা, একঘর উল্টো ।উলবোনা সাদা কাঁটা
অজন্তা , ইলোরা সব জানে ।তারা সব জানে ।

Spread the love

You may also like...

error: Content is protected !!