কাব্যানুশীলনে শুভ্রব্রত রায়
আলোর নেপথ্যে
বাড়িতেও তো ছিল আলো,
কাটছিল যে বড়ো ভালো।
নানারকম আলো দেখতে গেল কেন দূরে?
বারংবার বলেও স্বেচ্ছায় যাচ্ছে পরপারে।
নতুন বছরের আনন্দ উল্লাসে,
বিধিনিষেধ উপেক্ষা করে ছুটছে দীর্ঘশ্বাসে।
আজ আমরা আছি কাল নাও পারি থাকতে,
চলছে কঠিন সময় মানুষ কী করে যে পারছে ভুলতে?
আজও যদি না ফেরে চেতনা,
সতর্ক করেছিল যারা তাদের যেন দায়ী করোনা।
আলোর পরেই আসে অন্ধকার,
তাই সর্বদা সচেতন থেকো বলছি বারংবার।
যুদ্ধ শেষে জয় অবশ্যই হবে আমাদের,
শুধু পাশে যে চাই তোমাদের।
অন্ধকার কাটিয়ে একদিন উঠবে নব সূর্যোদয়ের আলো,
ঘুচে যাবে জগতের যত আছে সব আঁধার-কালো।