• Uncategorized
  • 0

|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় সৌমী গুপ্ত

স্ট্যাটাস

পয়লা বৈশাখ। সব্বাই নতুন স্ট্যাটাসে হোয়াটসঅ্যাপ ভরিয়ে দিয়েছে। তিথির ভীষণ মন খারাপ । সৌমাল্য ছেড়ে গেছে মাস দুয়েক হল । বহু চেষ্টা করেও নম্বরটা ব্লক করতে পারে নি । ঘুম থেকে উঠে ভাবল আজ বছরের প্রথম দিনে সৌমাল্যকে একটা উইশ করবে । হোয়াটসঅ্যাপ খুলতেই স্ট্যাটাসে দেখল সৌমাল্য আপলোড করেছে উত্তম সুচিত্রার পুরনো গান,”তুমি যে আমার!” তিথির মন আনন্দে ভরে গেল । মনে হল এই গান তাহলে তিথির জন্যই।সৌমাল্যকে একবার ফোনও করল । সৌমাল্য দায়সারা ভাবে দিয়ে কাটিয়ে দেয় । তিথি জিজ্ঞেস করল,”একবার বল যে তুমি আমাকে আর ভালবাসো না ,আর কোনওদিন ফোন করব না!” সৌমাল্য চুপ করে থেকে শুধু বলল,”হ্যাঁ”! তিথি বলল ,”ফোন করবে তো তাহলে?” সৌমাল্য উত্তর দেয়,”না, তবে প্রয়োজনে তুমি করতে পারো”! তিথি বারবার নিজেকে প্রশ্ন করে সত্যি কি তবে…! রাতে আবার স্ট্যাটাস দেখল আরও একজনের ,নাম মনামী । দেখল সৌমাল্যর কবিতার লাইন দিয়ে লেখা ,’ভালবাসি’! তিথি হাসল । চোখ দুটো জলে ভরে গেল। স্ট্যাটাসে লিখল ,”নতুন বছরে নতুন সম্পর্কে ভাল থেকো!”
Spread the love

You may also like...

error: Content is protected !!