দিব্যি কাব্যিতে শেষাদ্রি চট্টোপাধ্যায়

ত্রাস

তখনি ভয়
মাটিতে নেমে আসে
দুয়ার এঁটে যখন
সারা পাড়া
কচলে দেয়
নিজের দুটি চোখ
অবনী খোঁজে
নীল যমুনা বাড়ি
এমন শোক
বিশ্বময় হোক ,
মাটিতে ভয়
নিকট সরীসৃপ
ছোবলে খায়
কুণ্ডলিনী মেঘ
ঝিকিয়ে উঠে
চোখের নিচে ত্রাস
বিষের নাম
নীল যমুনা নদী
হটাৎ পথে
কলসি কাঁকে যদি
পিছিয়ে পড়ে
আপেক্ষিক জয় ,
রাস্তা ধরে
দুটি একটি মেঘ
রোজ হেঁটে যায়
তখন সারাদিন
দুচোখে ভয়
মাখিয়ে প্রতিদিন I

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।