কবিতায় ছন্দা দাম

ঠিকানা খুঁজে পাবো

সেই যখন ছোট্টটি আমি…
মায়ের বুকের ভেতর ঢুকে গিয়ে কিজানি খুঁজতে থাকতাম….
মা বুকের মাঝখানটায় জাপটে ধরতেন পরম মমতায়
হারিয়ে যেতাম মায়ের বুকের পাঁজরে, কিজানি প্রশান্তি
খুঁজে কি সত্যিই কিছু পেয়েছিলাম জানি না!!!

সেই কিশোরী বেলায়…
প্রিয় খেলার সাথীর সাথে এক সংসার খেলনাবাটিতে
কি জানি কি খুঁজতে থাকতাম, কি পেলে যে খুশি হবো
সত্যিই কি খুঁজে পেয়েছিলাম সেই প্রিয় খেলনাটা…!!

বড় হয়ে আমার মেয়েবেলায়…
প্রিয় মানুষটার চোখে চেয়ে কিজানি খুঁজতাম…
একহাঁটু জল সেই অথৈ চোখে কি খুঁজতে চাইতাম…!!
কি জানি হারিয়ে ফেলেছিলাম… কিজানি পাবার নেশা
হারানো সেই মানুষটার চোখে কি খুঁজে পেয়েছিলাম?

কতকাল পর আমার গৃহকোণে…
সারাটা দিন কি জানি কি খুঁজে ফিরি প্রতি মুহুর্ত…
ডায়রির ভাঁজে, পুরনো বইয়ের খাঁজে, রঙচটা এলবামে
ডাই করে রাখা কাপড়ে, অযথা জমিয়ে রাখা স্মৃতির পাঁজরে…
অহর্নিশ কি জানি কি খুঁজে ফিরি… রোজ রোজ!!

আমার মনটা আজ হঠাৎ করে জিজ্ঞেস করলো…
কি রে কিছু খুঁজে পেলি? এতো যুগ ধরে তো খুঁজে আসছিস?
বললাম… কি খুঁজছি সেটাই তো বুঝে পেলাম না?
কেন তোর আজন্ম খুঁজতে থাকা সেই ঠিকানা…
যেটা খুঁজে পেলে তোর সব খোঁজাখুঁজির নিষ্পত্তি হবে,
পেলি খুঁজে সেই ঠিকানা…!!

অশ্রুসিক্ত চোখে বলি… না গো এখনো পাইনি খুঁজে…!!
সেই সব অশান্তির একমাত্র প্রশান্তি… আমার নিজ ঠিকানা!!
কি জানি শেষপর্যন্ত কি পাবো… না এমনি চলে যাবো ঠিকানা বিহীন উদ্বাস্তু!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।