ক্যাফে কাব্যে শীতল বিশ্বাস
এসো, তোড়ফোড় করি
যোজন দূর দিয়ে ভেসে চলেছে
সর্পগন্ধা সময়,
যে সাপের বিষ নেই
কুলোপানা চক্কর
অর্ধনগ্ন সভ্যতায় দোষ নেই
দোষ কপালে সেঁটে বসে আছেন
সব নন্দ ঘোষ
কাঁঠালের আঠার সাথে পীরিতির সম্পর্ক
বুঝতে আঁক না কষে তেল লাগানোতেই
পার্থিব হওয়া যাবে-
প্রপোজালের বেড়ায় না আটকে
যাওয়া যাক
গোখরো গন্ধের পাঁক থেকে পাকেচক্রে
ভূতের শিশিতে ফুঁ দিই
দু এক পিস টুকরো দিয়ে
মনের আকাশে আঁক কষে দেখি
যদি মেলে ভালো
নতুবা
অঙ্ক ছেড়ে
তোড়ফোড় করি
মানব সভ্যতা।