কবিতায় পদ্মা-যমুনা তে রওশন রুবী

উদ্ধার
এই খঞ্জর কাটুক তার সুতীক্ষ্ম আবেগে,
কাটুক করাতকলের চেয়ে দ্রুত গতিতে,
দোহন করে নিঃশেষ করুক পৃথিবীর ওলান
তৃষ্ণাকাতর সুবিধাবাদীর দল , আমি অপেক্ষায়।
প্রত্যুষে যে অপরাধ আমারই কাঁচারোদের। সে দণ্ডের ভার নিতে দাঁড়িয়ে, কেন কাউকে বলবো “দণ্ডিত হও।”
আমাকে কি ভিরুতা ভর করেছে কখনো?
বসন্ত পেছনে ডাকে, বরষা সাথে,
কেন মিছে মিঠে কথা কও। তাপে গলছে যাত্রা।
মানবিক বারুদেই হবে তাপিতের উদ্ধার ।