গারো পাহাড়ের গদ্যে মনিরুজ্জামান প্রমউখ – ২

সব-চেয়ে বড়ো প্রশ্ন

(২)

পৃথিবী চলমান তার- বাতাবরণ সার্বিক আবহ নিয়ে । বিশালতায় ভরপুর হলেও তার- আশ্রয়ে’র প্রয়োজন পড়ে । তাকে পরিচালনা’র পর্ব থাকে । মানুষ আর- তার উপযোগী সহযোগিতা নিয়ে, যে- পরিশীলিত কর্ম-যজ্ঞ । তাই নিয়ে, তার- পথ-চলা । ভাঙা-গড়া’র খেলা । এ খেলায় সে শুধু- উপকরণ মাত্র । তাকে উপপাদ্যে ফেলে- দলিত, মথিত করা’র আবদার রাখে- সর্বোত্র-ভাবে মানুষ’ই । মানুষ’ই তার নিত্য-দিনে’র হাল-চাল গণনা করে । আর- একচ্ছত্র মোড়ে, মানুষ হয়ে ওঠে- অ-সত্যে’র রূপকে ধারক, বাহক । সে ধারণে, বহমানে সত্যে’র চেয়ে- মিথ্যে’র জ্যামিতি অঙ্কন হয়- বেশী । ধারাবাহিক-তা’র অঙ্কনে কখন যে- মানুষ এঁকে ফেলে অর্থে’র জ্যামিতি জীবন-সর্বোস্ব অভিধান ! তা ঘুনাক্ষরেও কেউ টের নেন-নি, এক-রকম ইচ্ছা’র বশবর্তী হয়ে’ই । কারণ- মানুষ স্বভাবত’ই সুখ প্রত্যাশী, উন্নয়ন প্রত্যাশী- জন্ম-লগ্ন হতে । কাল বদলে কালে’র পরিক্রমায়- মানুষে’র রুচি’র বদল’ই তার- অন্তঃসার । এখন- রুচি’র পতাকা-টা সাজানো হয়েছে- সিকি, আধুলি, টাকা’র পরিচ্ছদ দিয়ে । বিষয়-টা এমন যেনো- টাকা উপার্জন মূখ্য ! কোন সূত্র বা- কোন উপায়ে’র ভার বেয়ে- উপার্জন-টা ঘর-লব্ধ হচ্ছে, তা যেনো- বিবেচনা’র আদিম বাতুল্য । এর সূত্র সাহসে- মানুষ হয়ে ওঠে, ক্রম-কাম্যে লোভী ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।