কবিতা সিরিজে রতন বসাক

১| আমি গামছা

বাইরে দড়িতে পড়ে থাকি আমি রোজ
প্রয়োজন ছাড়া নাও নাতো কভু খোঁজ।
দেহের ময়লা যতো সাফ করে দেই
আমার সুনাম তবু কারো কাছে নেই!

গামছা নামে আমায় চেনো আর জানো
পুজো থেকে শ্রাদ্ধ সব কর্মে কিনে আনো।
অনেক কাজেই আসি প্রতিদিন আমি
ধনী ও গরিব কেনে নহে বেশি দামি।

নারী পুরুষ সবাই ব্যবহার করে
কোমড়ে বেঁধে আমায় চাষি জেলে পরে।
কাজের শেষে দেহের ঘাম মুছে ফেলে
রোজ দিন ভালো করে জলে ধুয়ে মেলে।

স্নান করে দেহ থেকে জল মুছে নাও
কাজটা হলে বাইরে মোরে রেখে দাও।
আলমারি আলনায় হয় নাতো স্থান
এত কাজে আসি তবু পাই না যে মান!

ন্যাতা বানাও আমায় ছিঁড়ে গেলে পরে
এটা ওটা সাফ করো যতো আছে ঘরে।
জন্ম থেকে মৃত্যু আমি কাজ করে যাই
একটু সম্মান দাও ব্যাস এটা চাই।

২| পথের ছেলেমেয়ে

চলার সময় দেখতে পাবে
কতো ছেলেমেয়ে,
পথেই এদের জীবন কাটে
কিছু খাবার চেয়ে।

কেউবা ছোট কেউবা বড়
ধুলোয় মাখা মুখে,
সময় কাটে কী আর করে
সুখটা ভুলে দুখে।

এদের দেখে দানটা দিলে
নেবে হাতটা পেতে,
সেইটা দিয়ে কিনলে পরে
তবেই পারে খেতে।

বাবা ও মা কেমন জিনিস
জানে নাতো এরা,
হয়তো এদের মন্দ ভাগ্যে
জীবনটা হয় ঘেরা।

এই সমাজের মানুষ হয়ে
অবহেলায় থাকে,
মনের দুঃখ কেমন করে
বলবে এরা কাকে?

৩| সত্য পথে চলো

জীবের সেবা পরম ধর্ম
করতে হবে মেনে,
ধর্ম যাই হোক মানো তারে
ভালো করে জেনে।

হিংসা বিভেদ সরিয়ে দাও
মনের থেকে আগে,
খারাপ কর্ম করতে গেলে
বিবেক যেন জাগে।

প্রভুর দয়ায় সবাই আসি
পুরুষ নারী হয়ে,
চলার পথে ভালো মন্দ
নিতেই হবে সয়ে।

অসৎ পথটা ছেড়ে দিয়ে
সত্যের পথে চলো,
হারলে কভু সাহস ভরে
আমি পারি বলো।

গরিব দুখী সবার সাথে
মিলে চলতে হবে,
সবাই ভালো থাকে যদি
সুখটা আসে তবে।

৪| একজোড়া জুতো

তোমার পা’য়ের নিচে পড়ে থাকি আমি,
পথের ধুলো যে মাখি হোক যত দামি।
ঘরের থেকে বাইরে পা’য়ে পা’য়ে চলি,
পৌঁছে দিই নির্বিঘ্নেই কত পথ গলি।

আমাকে অবহেলায় রেখে চলে যাও,
একটু সম্মান চাই কোথা কভু দাও?
বাইরে একাই পড়ে থাকি আমি রোজ,
প্রয়োজনে এসে তুমি করো শুধু খোঁজ।

যেদিন আমাকে তুমি কিনে নিয়ে আসো,
হাতে ধরে দেখো অার কত ভালোবাসো।
যখন থেকে তোমার এসে যাই কাজে,
অার ছুঁয়ে দেখো নাতো হয়ে যাই বাজে।

ধীরে ধীরে ক্ষয়ে চলি সব সহ্য ক’রে,
ফেলে দাও ডাস্টবিনে গেলে পরে ম’রে।
যতক্ষণ ভালো থাকি সদা কাজে আসি,
আমাকে পেয়ে তোমার মুখে থাকে হাসি।

আমি হলাম পা’য়ের একজোড়া জুতো,
চলার পথে অনেক খেয়ে চলি গুতো।
তবু চুপ করে থেকে কাজ করে যাই,
আমার কদর করো ব্যাস এটা চাই।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।