আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ প্রদীপ্ত সামন্ত

স’ইব না আর

মাতৃভাষায় অভিব্যক্তি
একুশের’ই অবদান,
কদর না করে উলঙ্ঘন
স্বাধীনতা ফিকে ও ম্লান ।

স্তবকতা- আর কতদিন?
জো-হুজুরে নতশির,
দেখেও দেখোনা অন্ধ বধির
শত বাংলার বীর।

দেশ গড়তে বাংলা ভাষায়
সুভাষ বিবেক রবি,
কত না এলো প্রথম প্রদর্শক
সাহিত্যিক শিল্পী কবি।

বাংলায় করো লেখাপড়া
আর বিজ্ঞান গবেষণা,
যতই বোঝাক হিন্দি ইংলিশ
সইবো না বনিবনা ।

Spread the love

You may also like...

error: Content is protected !!