আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ অমিত চক্রবর্তী (নিউ জার্সি, ক্যানসাস সিটি)

তুমি এক পোঁচে বুজিয়ে দিও খাইবার পাস, গিরিসঙ্কট গরল

তোমার হাতে বৈশাখীর যে কলমটা তুলে দিয়েছি
যার দিকে তুমি তাকিয়ে রয়েছ খানিকটা ঈর্ষায় খানিকটা
সুপরিকল্পিত অবিশ্বাসে, কূল মিলেছে বলে কি সত্যিই
নিস্তেজ হবে সাগর, একবারই তো সফল হয়েছিল সে,
ওয়ান হিট ওয়ান্ডার, তারপর থেকে শুধু স্বপ্নের পুনরাবৃত্তি,
মেকীদের ভিড়, জালিয়াতি, পা হড়কানো প্রতিদিন …
তারপর আমি চলে যাব লুকোনো কোমরবন্ধ নিয়ে,
এবং আরও পরে, যখন আমি অমর্যাদায় ধীর বা আধবোজা
নিবিড়, তুমি এক পোঁচে বুজিয়ে দিও খাইবার পাস,
গিরিসঙ্কট গরল, জলে ঝাঁপানো সাঁতারুর উচ্ছ্বাসদাগ।

Spread the love

You may also like...

error: Content is protected !!