কবিতায় প্রভাত মণ্ডল (বাংলা লতিফা – ৪)
by
TechTouch Talk
·
Published
· Updated
প্রাণেরই জয়গান
দেখা হোক প্রাণোচ্ছল প্রভাতে
নতুন সূর্যের আলোকবিন্দু স্পর্শে,
নদীতে সমুদ্রে ভেদাভেদ মুছে হোক প্রাণেরই জয়গান।
আমারই রক্তে বাঁচুক পৃথিবী,
বিনিময়ে সুধা যাক ভরে,সমগ্ৰ পৃথিবী জুড়ে;
আমার হৃৎপিণ্ড বাঁচুক তোমাদের মাঝখানে মানবতার সাথে।
ফিরে দেখ একবার
গলিপথ থেকে রাজপথে ঘুরি
অরণ্য আর মরুময় প্রান্তরে,
মাধবীলতার মালাখানি নিয়ে ভাবি,পরাব তোমার গলে।
কোথায় তুমি ন্যায়ের ভগবান?
দ্বিধায় নাকি ঘৃণায় লাজে লুকিয়েছ মুখ আজ!
অনেক হয়েছে ফিরে দেখ একবার, শুকনো মাধবীমালা।