কবিতায় বলরুমে দেবারতি গুহ সামন্ত

অবাংলী

চমকে ধমকে ঠমকে ঠমকে,
ব্রেনের ব‍্যাটারি জানান দিচ্ছে,
ফুরিয়ে আসছে প্রাণশক্তি,
আ‍্যাবাউট টু ডাই,
বাকশক্তি বিপর্যয়।।

আজ,একুশে ফেব্রুয়ারি,
আন্তজার্তিক মাতৃভাষা দিবস,
আ মোলো যা,
আমার মাতৃভাষা তো বাংলা,
চেষ্টা করছি বাংলা বলার,
প্রচুর আটকাচ্ছে।

বাংরেজি লেখার স্টাইলটা খুব ভালো রপ্ত করেছি,
একটু হলেও কি অসম্মান করছি বাংলাকে?
ওই যে বললাম,
বাকশক্তি বিপর্যয়,
জীভ জড়িয়ে আসছে,
ব্রেনডেথ,বাংলার চিরতরে সমাধি।।

একটু একটু মনে পড়ছে,
ছোটবেলার কথা,
এই ভাষাতেই প্রথম মা ডেকেছিলাম,
কর্ণকুহরে বাংলা তখন ছিল শ্রতিমধুর,
ছোটদের রূপকথা তখনো হয়ে ওঠেনি ফেয়ারি টেলস।

পাস্তা পিৎজায় কখন যেন চাপা পড়ে গেছে,
বাংলা মায়ের হাতের বাঙালি রান্না,
ইংরেজদের প্রতি শ্রদ্ধাঞ্জলিতে বাংলা পুরোপুরি জলাঞ্জলি,
ছিলাম গাইয়া,ব‍্যাকডেটেড,
মরছি সাহেব হয়ে।।

Spread the love

You may also like...

error: Content is protected !!