আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ প্রদ্যুৎ হালদার

খাঁটি ভাষা

পুবের আকাশে ধীরে ধীরে জমে সিঁদুরে রাঙা মেঘ,
পশ্চিমের দিগন্তে খুশিতে ঝলমলে, নেইতো কোন উদ্বেগ।
জাতিতত্বের বেড়াজালে অখণ্ড ভারত বলিদানের মুর্ছনায় বাকরুদ্ধ,
মাতৃভাষার যন্ত্রণায় অধুনা বাংলাদেশের কণ্ঠ কাতরে হল অবরুদ্ধ!

বাংলা-ভাষায় আছে প্রাণ, বাংলার সমধুর সুরে সুরঞ্জিত দেশমাতা,
পরাধীনতার কারাগারে বন্দি দেশ, স্বাধীন হল ভাষার জীবন-খাতা!
রক্তের স্রোতে লাল হয় হোক, পূর্ব পাকিস্তানের নদ-নদী, মাটি,
অন্য কোন ভাষায় কথা নয়, বাংলা-ভাষাই সেরার সেরা, ও খাঁটি।

উর্দু নয়, বাংলা-ভাষায় কথা বলার জন্য মরতেও পিছপা হয়নি কেউ,
পশ্চিমী শোষকের নির্মম শাসনের এজলাসে ওঠে সুনামীর মতো ঢেউ!
রফিক, সালাম, বরকত, জব্বারের রক্তে বাংলা-ভাষীর পিঞ্জর ভাসে,
স্কুল-কলেজ, অফিস-আদালত সদা উত্তাল প্রতিবাদের ক্যানভাসে।

Spread the love

You may also like...

error: Content is protected !!