হৈচৈ ছড়ায় প্রভঞ্জন ঘোষ

হাপিস
পদ্মপুকুর সাফ হয়েছে
শ্বেতপদ্ম কই?
বৈঁচি বনে গিয়ে দেখি
বৈঁচি গাছই নেই।
হচ্ছে কিসে হারা
কালো-কালো মুন্ডুওয়ালা
দোপেয়েদের দ্বারা।
পুকুর ডোবায় চোখ চারিয়ে
চিংড়ি দেখি না-
পলাশ পাকুড় গছগুলো সব
কোথায় গেলো গা!
কোথায় গেলো হায় মেঠো পথ
মিহিন মোলেম ধূলো
লক্ষীপেঁচা, নীলকন্ঠ
শ্যামা পাখিগুলো?
যাচ্ছে কোথায় সরে
বেপরোয়া ঝাঁকড়াচুলো
উজবুকেদের তরে।
মাঠ ময়দান কোথায়
কোথায় বাথান খোলামেলা
সীতাহরন, ডাংগুলি আর
কোথায় পিন্টু খেলা!
গল্প কোথায় রূপকথা আর
ঠাকুরমায়ের ঝুলি
খেজুর রসের মোহনভোগের
পায়েস পীঠে পুলি?
কিসের জন্য ফাঁকা
তোমার আমার জন্যে
উচিৎ সবার জেনে রাখা।