ক্যাফে কাব্যে প্রভঞ্জন ঘোষ

বাতিঘর

সে এখন জোনাক হয়ে গেছে
শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে আলোক।
সে এখন শৈবাল হয়ে গেছে
আঁচল থেকে উৎক্ষিপ্ত হচ্ছে সবুজ।
বিতান হয়ে গেছে সে-
অসংখ্য ছড়িয়ে পড়ছে
খইরঙা ফুল।
ধূপের ধোঁয়া আজও স্পর্শ করে
প্রভুর চরণ।
সে এখন সৈকত হয়ে গেছে
উচ্ছল ঢেউয়ের ভঙ্গে
দাগ এঁকে চলেছে-
উত্তাল ঢেউয়ের ছন্দে
মুছে চলেছে সে দাগ!
অগণ্য আলোক ছড়িয়ে
বাতিঘর, উল্লম্ব ঐ সে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।