কর্ণফুলির গল্প বলায় প্রকাশ চন্দ্র রায়

একদিন বসন্তবনে

একদিন বসন্তবনে দুজনে সঙ্গোপনে, কোকিল আর কোকিলা সেজেছিলাম; বলেছিলাম কানে কানে, জীবনের উত্থানে-পতনে থাকব দুজন একাত্ম হয়ে, রাখব বেঁধে একে অপরকে প্রণয়বন্ধনে।

একদিন বসন্তবনে সুদর্শন কোকিলা ছিলে তুমি, সুদর্শন এক কোকিল খুঁজেছিলে মনে মনে; খুঁজতে খুঁজতে অবশেষে সময়ের প্রয়োজনে, আমাকেই পেয়েছিলে কাছে; প্রণয়োল্লাসে ঠোঁটে ঠোঁট চেপে পালকে পালক গুঁজে সময়ের সবগুলো সুখ শুষে নিয়েছিলে প্রণয়োল্লাসে।

অকস্মাৎ উড়াল দিলে তুমি! আমাকে ফেলে হারিয়ে গেলে অচিন গহীন অন্ধকারে। তুমিহীন আমি সাথীহীন হয়ে চৈত্রের খরা বুকে চেপে, অসীম শূণ্যতার মাঝে হাবুডুবু খেতে খেতে, বেঁচে আছি কোনমতে স্মৃতিজর্জরিত কাঁটাবনে; যেখানে এখন ক্ষণে ক্ষণে বিরহের দাবানল জ্বলে গোপনে-গোপনে।

একদিন বসন্তবনে প্রেমোন্মত্ত কোকিল আর কোকিলা ছিলাম দুজনে।

Spread the love

You may also like...

error: Content is protected !!