কবিতায় পদ্মা-যমুনা তে ফারুক আহমেদ রাজু
by
TechTouch Talk
·
Published
· Updated
পুজোতে একটি শক্ত হাত খুঁজতে গিয়ে,
নিজেকে হারিয়ে ফেলো না!
নিজেকে হারিয়ে ফেলো না—
বিজ্ঞাপনের ভিড়ে।
ঘুরে বেড়াও মায়ের হাত ধরে,
কিংবা ছোট্ট ভাইটির হাত ধরে—
সুযোগ হ’লে বাবার সাথে ঘোরো।
বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতেই হবে,
এমন মাথার দিব্যি কেউ দেয়নি!
নীল শাড়ি লাল পাঞ্জাবীর ভিঁড়ে,
নিজেকে হারিয়ে ফেলো না…
নিজের হাত দিয়ে নিজেকে ফুচকা খাওয়াও,
ঝাল লাগলে ঘরে গিয়ে আয়নার
সামনে নিজেকে চুমু খাও…
গন্ধে ঘনিষ্ঠ হতে ইচ্ছে করলে—
একা ঘনিষ্ঠ হও!
চুড়িদার শাড়ি সালোয়ার সব খুলে দিয়ে,
নিজেকে আদর করো…
সঙ্গে যদি কেউ না আসে,
নিজেকে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম মানুষ
ভেবে মন্ডপে মন্ডপে একা ঘোরো,
চোখে জল আসবে? আসতে দাও।
মাথায় রেখো,
অতো অতো মানুষের ভিড়ে তুমি না গেলে
মা দুর্গাও একা হয়ে পড়বেন।
প্রবল জনস্রোতে একটি কাগজের নৌকা কম পড়লে—
মা যাবে কিসে করে বলো তো!