প্রবাসী ছন্দে নাসিমা রুবি (বাংলাদেশ)

বর্ষা ছন্দ
আষাঢ়ে শ্রাবণে ওই কদমের ডালে,
হারামন চাতকিনী নাচে ঝুম তালে।
ঝরে বারি টুপটুপ ফোটা ফুল বেয়ে,
গুড়ুম গুড়ুম তালে জল আসে ধেয়ে।
দিনে রাতে ঝুম ঝুম বিলে নামে ঢল,
পল্লবে পড়ে হাসে নাচে টলমল।
জলের আদরে ভোলে হাঁসেদের ছানা,
বৃষ্টির তালে নাচে তা ধিন তা না না।
থৈ থৈ চারদিকে ভরা বর্ষায়,
রুপের নাগরি নাচে আমাদের গাঁয়।