T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় মীনা সাহা

সিন্ধুপারের কথা

শব্দ যখন নদীর কলতান
ভেসে ভেসে বহে যাওয়া শুধু আপন গতিতে
সিন্ধু হিল্লোলে সভ্যতা লেখে ইতিহাস
গচ্ছিত শব্দভাণ্ডার অক্ষর রাশি রাশি
বহু প্রাচীনতার ধুলোকণা জমে জমে
সিন্ধুপারের কথা ….
বক্ষপিঞ্জরে চাপাপড়া সে বেহাগ
কালের গতিতে পেয়েছে ভাষা

সময়ের প্রাচীনতা রেখে যায় পদচিহ্ন
প্রেমকথা জেগে থাকে একাকী হৃদয় প্রান্তে
নির্জনে হৃদয়ের মায়াবী আলোকে
খোলে সে কবিতার খাতা
কবি রেখে যায় ঠিকানা তাতে
সহজিয়া প্রেমে যেখানে কবির বসত ।।

Spread the love

You may also like...

error: Content is protected !!