মার্গে অনন্য সম্মান মানস লাহিড়ী (সেরা)

অনন‍্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিত পর্ব – ১৩১
বিষয় – বসন্তের শেষে / কালবৈশাখী

বসন্ত শেষে কালবোশেখে

বসন্ত শেষে হসন্ত(্) আসে
বছর হয় যে শেষ,
নববর্ষের শুভেচ্ছা নিয়ে
হয় স্বপ্নের উন্মেষ।
কালো ধূসর মেঘমল্লার
গরজে গগন জুড়ে,
বরষের যত চাপা রোষানল
জল হয়ে ঝরে পরে।
কালবোশেখের কাল বৈকাল
ডেকে আনে ঝড় ঝাপটা ,
বসন্তবিলাপ করে অবসাদে
ক্ষেপবে, বসন্তের ঐ বাপটা।
চৈত্রের যত নোংরা ধুলো
ধুয়ে মুছে করে সাফ,
বৈশাখী ঝড় থামার পরে
থামে ক্রমে বসন্তবিলাপ !
শোভন দৃশ্য দেখিয়া চমকি
রোদে পুড়ে যারা খাঁক,
আহবান করে তারাই বলিছে-
এসো ; এসো হে বৈশাখ !
বসন্ত শেষে কালবোশেখে
হারিয়েছি বহু কিছু,
সব সয়েছি নতুনের তরে
করিয়া মাথা নিচু।
শুচি করি কলুষিত মন
নববরষের নব হরষে,
নবীনে প্রবীণে মিলি বন্ধনে
রবিঠাকুরের গানের পরশে।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।