মার্গে অনন্য সম্মান শ্রীস্বদেশ সাধক সরকার (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১৮
বিষয় – আলাপী মন

জীবন সখ্যতা

কে না চাই,কথা বলতে,কথা বলাই
তো জীবন শৈলীর প্রথম সোপান যা
পরিচয়,পরিচিতির প্রথম ধাপ যাকে কেন্দ্র
করেই সভ্যতা,সংস্কৃতি,জীবন সখ্যতা, মিলন,
বিরাগ ,বৈষম্য,বিভাজন,বিরহ, কত না ঘটনা
যা আলাপ,আলাপন বা আলাপী মনন নিত্য
দিন তার কাজ করে যাই ,আপন মহিমাময়
ছন্দের অপুর্ব বিন্যাসে ~।
একা থাকা মানেই বোকা। তাই সঙ্গী বা
সঙ্গিনী দরকার যেখানে সে তার সব কথা
বলার পর আলাপ,আলোচনায় নিজ চিন্তার
পরিস্ফুটন,বিশ্লেষন এবং সিদ্ধান্ত নেবার পথ
প্রশস্ত করতে পারে ।
আলাপী মনন আপনা আপনিই মননের
প্রতিচ্ছায়া হয়ে বেরিয়ে আসে।
এই তো সেদিন রমলা ট্রেনে যেতে যেতে
পাশে বসে থাকা সুমনের দিকে তাকাতেই
বলল,কিছু বলবেন।
না,মানে যাবেন কোথায়। বাস,আলাপী মনন
ওদের শান্তিনিকেতন নিয়ে চলে গেল শুধুমাত্র
তাই নয়,চিরন্তন বন্ধুত্বের আবরণে ধরা পড়ল।
আসলে আলাপী মন চুপ থাকে না। সে তো
গুমরো মুখো নয় । চুপ থাকা বা নীরব থাকা
মানেই অলস মস্তিষ্ক যা জীবন সখ্যতাই
এক বিরাট বাধা।
পদে পদে শুনতে পান~লোকটা না মিশতে
জানে না,বড় একঘরে~হয়ত কিছু অসুখে
ভুগছে~।
আলাপী মন তো পদ্মফুলের মত। আস্তে
আস্তে শতদল তার দলের বিন্যাসে মননের
যে প্রতিভূ এঁকে দেয় ,সেই তো আলাপী
মননের প্রস্ফু্টিত সৌরভের সামাজিক
অবয়ব যা প্রকৃতির অপরূপ শোভা জীবনকে
করে তুলে মধুময়,হৃদয়ের অনন্য অনুভবের
সার্থক রূপায়ণে প্রধান ভূমিকা নেয়।
আলাপী মনন আবার ক্ষতিও করে অনেক
সময়। কারণ কেউ কেউ সুযোগের অপেক্ষায়
থাকে । এক্স-ওয়াই ক্রোমোসোম হলে তো
কথাই নেই তবে যে সবসময় তা নয় কিন্তু
তবে বর্তমান ডিজিটাল যুগে অহরহ সে
বার্তা জনমানসে ছাপ ফেলে ।
তবে মঙ্গল আর অমঙ্গলের দৌহিত্যৈই তো
শুভযাত্রার পদযাত্রা যা নিয়ে মানুষ তার
দিন যাপন করে ,তাই না। আলাপী
মন মানুষের প্রাথমিক গুণাবলির অন্যতম
বৈশিষ্ট্য বলে অনেকেই দাবী করে বলে শুনাও
যায় ।
জীবনের পদযাত্রার পথে আলাপী মন খুব
জরুরী সে স্কুল কলেজ বা শিক্ষাঙ্গন হোক কি
ট্রেন বা বাসযাত্রা হোক কিংবা ভ্রমণ পিপাসু
যাত্রী হোক অথবা আড্ডা,বৈঠকি,জলসা
কি খেলাধূলা ,গান বাজনা বা সাংস্কৃতিক
অনুষ্ঠান হোক না কেন আলাপী মননের
সমাদর চিরন্তন ও চিরসুন্দর যা চিরদিন
সমাজে সবুজতার ভূমিকা পালন করে
চলেছে বলেই আলাপী মনের এত
কদর ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।