ক্যাফে কাব্যে মঞ্জুশ্রী চক্রবর্তী
ফিরে দেখা
জীবন বৃত্তের পূর্ণতার শেষ তুলির আঁচড়…..
তৃষিত মরুর শেষে শীতল ছায়ার হাতছানি।
সামনে আদিগন্ত অনন্ত সুখের সমুদ্র,
নোঙরে নেমেছে জলে, সময় সুদূরে পাড়ির।
তবু, প্রলয় জলে ভেসে যাচ্ছে মন….
ব্যাকুল দুহাত বাড়িয়ে টানছে জীবন।
নীল সবুজে মাখামাখি স্নিগ্ধতায় ঘেরা
একটি বাড়ি দেখা দেয় বারবার নির্ঘুম রাতে,
ছায়া ছায়া অগোছালো স্মৃতি মনে ভিড় করে,
গুছিয়ে তুলতে চেষ্টা করি তাদের, পারিনা!
ভেসে ওঠে দুটি চোখ, যার ভাষা পড়া হয়নি,
একটি কচি মুখ, হয়তো লুকিয়ে ছিল আমাকেই
চমকে দেবে বলে, ব্যস্ততায় খেয়ালই করা হয়নি!
আজ বড় আপন করে আঁকড়ে ধরতে ইচ্ছে হয়,
পারিনা…আঙুলের ফাঁক গলে ডুবে যায়,
অস্তরাগের আলোর মত!
বিস্মৃতির অতল অনন্ত সমুদ্রে হারিয়ে যাই আমিও!