ক্যাফে কাব্যে উজ্জ্বল কুমার মল্লিক

বলাকা

প্রভাতী সংগীত-সুর ভজি
শুভ্র বলাকা দেখি আকাশে,
রবি-কর মেখে পরা-বৃত্তে
ধেয়ে চলে অনন্তের বুকে।
মুক্ত ওরা, ভাবনা-বিহীন,
উড়ে চলে শ্বেত ডানা মেলে
নিঃশব্দে, ছান্দসিক শৃঙ্খলে
প্রকৃতির আতিথ্য গ্রহণে।
দিনাবশেষে কুলায় ফেরে
আলোর শেষ নির্যাস মেখে।

আত্মারামের মুক্তি

চাওয়া-পাওয়ার মাঝে যতদিন
লোভ-বিদ্বেষে হবে মমতা বিহীন;
অহংবোধে আচ্ছাদিত সোহম্-বাণী
অতীতের নালন্দা-স্তূপের-ই মত।
আত্মকেন্দ্রিকের স্বরূপ একাকীত্ব,
নগর-সভ্যতা, রহিত মনুষ্যত্ব;
মুখোশে ঢাকা সব যান্ত্রিক,কৃত্রিম,
আত্মারামের ক্রন্দন রয় অব্যক্ত:
কালে, মুক্তির আনন্দে রয় সতত।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।