প্রবাসী মেলবন্ধনে জবা চৌধুরী (আটলান্টা, জর্জিয়া)
by
·
Published
· Updated
বৃষ্টি ফিরুক মনে
ঘন মেঘে আকাশ কালো ঝাপসা চারিধার
মনের কোণের সজল আঁধার ঘুচায় বারিধার।
ভয়ে ভীত মনের সোপান আগল বেঁধে রাখে
বাঁচা-মরার হিসেব-নিকেষ কান্না দিয়ে ঢাকে।
খেয়া পাড়ে নৌকো পড়ে মাঝির দেখা নাই
মনের ঘরে ঘরের ছবি সুখটি তাতেই পাই ।
মেঘের হাতে খোলা চিঠি যাবে অনেক দূর
আকুল মনের উদাস ঝড়ে বাজে করুণ সুর।
সামলে যাওয়া ছিন্ন পাতার জীবনজোড়া সাজ
অভাব হাঁটে পাশাপাশি কপালজোড়া ভাঁজ।
সাঁঝের আলো মায়ায় ঢাকে গোধূলির ওই ক্ষণে
সজীব পাতার মিষ্টি ঘ্রানে বৃষ্টি ফিরুক মনে।