ক্যাফে কাব্য -তে বাবলু গিরি

উৎসব 

জানালা দিয়ে দেখি অশ্বত্থ গাছটা যুবতি হয়ে উঠছে ।
ঠিক তার সামনে দিয়ে হাইওয়ে,ঘুম ঘুম চোখে টলতে টলতে মিলিয়ে যাচ্ছে ।
হাসপাতাল, পেট্রলপাম্প, আর সেই অশ্বত্থ গাছের কাকটা, আশ্চর্য, হাইওয়ে ধরে হাঁটছে,
যেন সে জেনে গেছে,
মানুষেরা ঘরে ফিরে গেছে ।
অশ্বত্থ গাছের পাতা কোল্ড ক্রিম মেখে মেখে, তেলতেলে চুল শুকোচ্ছে বাতাসে ।
কুকুরগুলো লম্বা খাঁ খাঁ রাস্তার বুকে,
কামড়া কামড়ি খেলছে ।
কেউ কোত্থাও নেই, ঘেউ ঘেউ ধমকাবে ।
তারপর পাড়ার ঝগড়ুটে মেয়েদের মতো-
দৌড়ে এলো ঝড়, ধুলো উড়িয়ে ।
বাজনা বাজলো গুড়ুম গুড়ুম,
অশ্বত্থ গাছটা আইবুড়ো স্নান করলো –
হাইওয়ের ছাদনাতলায় ।
এইসব আমি লকডাউনের জানালা দিয়ে দেখছিলাম,
দেখলাম কাঁচা হলুদ রঙের রোদ,
অশ্বত্থ গাছটাকে জড়িয়ে ধরে,
লজ্জায় রাঙা হচ্ছে ।
আজ সবাই যেন মনুষ‍্যশূণ্য উৎসবে মেতেছে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।