সম্পাদকীয়

 

মকর সংক্রান্তি এল আবার চলেও গেল । সুয্যিদেব ধনু রাশি থেকে মকর রাশির দিকে যাত্রা শুরু করলেন । ধরিত্রীতে ফসলের নানা উৎসবের উদযাপনের সময় এখন। ইউরোপ, আমেরিকা যদিও এখনও বরফের নীচে । উষ্ণ দেশগুলোতে এখন ফসলের উৎসব, পিঠের উৎসব । বাঙালির রান্নাঘরে এখন কিছু না হলেও গুটি কয়েক পাটিসাপ্টা আর এক কড়া ভর্তি গুড়ের পায়েস পাওয়া যাবেই । গঙ্গাসাগর মেলা, গঙ্গাস্নান চলেছে হৈ হৈ করে । অতিরিক্ত ট্রেন, বাস এ সবের সাথে অতিমারী পরবর্তী যুগের নতুন কন্সেপ্ট ই – স্নান । প্যাকেটে করে গঙ্গাজল, প্রসাদ, সিঁদুর ঘরে পৌঁছে যাবে । ভক্তির আড়ম্বর জীবনে না থাক, ভক্তদের পুণ্যস্নানের মধ্যে যে অসম্ভব মনের জোরের প্রতিফলন, তা অবাক করে বৈ কি । অকুল পাথার পেরিয়ে কপিল মুণির আশ্রমে গিয়ে পৌঁছয় কাতারে, কাতারে মানুষ আর তারপর প্রচন্ড ঠাণ্ডা উপেক্ষা করে পুণ্যি ডুব ভোররাত্রে । এ বোধহয় মানুষের সেই পরম সত্যকে একবার কাছ থেকে দেখার আকাঙ্খা, কষ্ট না করলে, কষ্ট না পেলে যাকে পাওয়া যায় না, যার অপর নাম ‘প্রেম’ ।

শুভ মকর সংক্রান্তি । পরিপূর্ণতা আসুক জীবনে ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।