সম্পাদকীয়

 

জেন্ডার ফ্লুইডিটি নিয়ে ভাবনাচিন্তার সাথে সাথে দেখা যাচ্ছে পোশাকেও বড় রকম বৈপ্লবিক আঁচ লেগেছে, পুজোর সময় দেখেছিলাম, এক যুবকের গাল ভর্তিই দাড়ি, পরনে জিন্সের উপর শাড়ী । ছেলেটির নাম পুষ্পক সেন । ইটালির ফ্যাসন শোতে এমন পোশাক পরে হেঁটে হৈ চৈ ফেলে দিয়েছে বিশ্বজূড়ে । ঋতূপর্ণ যখন সাজতেন, তখনো তো হৈ চৈ পড়ে গেছিল, তবে ঋতূপর্ণ ঘোষের নান্দনিকতা নিয়ে কোন প্রশ্ন ওঠে না কখনো । পুষ্পক পেশায় নাট্যকর্মী, অভিনেতা, নাট্যকার । মিলানের রাস্তায় অভিনব পোশাক পরে হেঁটে ঝড় তুলেছেন, এবার পুজোতে দেখলাম শাড়ী পরে সিঁদূর খেলেছেন সকলের সাথে। পুষ্পকের কাজ দেখার সুযোগ হয় নি, আশা রাখি ব্যতিক্রমী মানুষের কাজও ব্যতিক্রমী হবে ।
অভ্যস্ত চোখের ধাঁচকে ভেঙে নতুন দৃষ্টির আঙ্গিক তৈরি করতে গেলে নিজের কাজের মাধ্যমে ধাক্কাটাও সজোরে দিতে হবে যে । আশাকরি পুষ্পক তা পারবেন ।

ইন্দ্রাণী ঘোষ 

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।