কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

শিরোনামহীন – ১০৪

অসম্ভবের পায়ে ভর করে আমরা চলেছি
নিবু নিবু আলো আঁধার রাতে,
গহীন ঘন বনের পথ ধরে
কোন সে পথের টানে কেই বা জানে তা?
পড়ে থাকে মানবতা ধূলার মাঝে,
বিবেকের পচা লাশ পায়ে ঠেলে,
উদ্যত সঙ্গীন হাতে সাথে চলে জল্লাদ,
পিঠমোড়া, চোখ বাঁধা কালো কাপড়ে আমাদের আটপৌরে মধ্যবিত্তের সংসারের খেরোখাতা।
ধূসর জীবনের চোরাবালি পথে হারায় অশ্রু নদী,
দিকভ্রান্ত নাবিক পথ খুঁজে ফিরে
জীবন নদীর পথে পথে আজ।

Spread the love

You may also like...

error: Content is protected !!