গল্পেরা জোনাকি তে দেবাশীষ মণ্ডল

ভালোবাসার দিন

রতন ও তার স্ত্রী কমলা সারাটা দিন ঝগড়াঝাঁটি করে একে অপর কে দোষারোপ করেই চলল সামান্য কারনে।যাকে বলে পান থেকে চুন খসলেই রে রে করতে লাগে দুজনে দুজনকে। কিন্তু পরক্ষণেই সেই দুজনের রুপটা বদলে যায় দুজনের মধুর ভালোবাসায় ।দুজনকে দেখলেই বোঝায় যায়না;কিছুক্ষন আগে খুব ঝগড়া চলছিল দুজনে।আজ না হয় ১৪ ই ফেব্রুয়ারি কিন্তু প্রতিদিন তো ওদের এমন হয়। ভালোবাসা বেঁচে থাকুক রতন ও কমলার মতো টক ,ঝাল ,মিষ্টি ভালোবাসার মাঝে। কোন একটা দিন নয়,প্রত্যেক দিন হোক ভালোবাসার দিন।

Spread the love

You may also like...

error: Content is protected !!