গল্পেরা জোনাকি তে রীতা চক্রবর্তী (পর্ব – ২৪)

নীল সবুজের লুকোচুরি

এই হল আরিয়ান আনসারি। সম্পর্কে আমরা পিতা পুত্র, তবে সুদুরের অধিবাসী।

ও তো মায়ের কাছে লন্ডনে থাকে। আমার সাথে দু’তিন বছরে একবার হয়ত দেখা হয়। সেটাও যদি আমি ওর কাছে যাই তবে। সাহানা মানে ওর মা আমাদের দেশের বাড়িতে ছেলেকে আসতে দিতে রাজি নয়। তাই ও এখনও পর্যন্ত ওর বাপের ভিটে দেখেনি। ওর নিজের অবশ্য আসার ইচ্ছে খুব। আগে INDIA র নাম শুনলেই কেমন যেন অস্বস্তি বোধ করত। তবে ইদানিং খুব ইচ্ছে হয়েছে এখানে আসার। যদি কাজের জন্য প্রয়োজন হয় তবে হয় আসতে রাজি আছে। তবে আমার সাথে দেখা হবেই এমনটা আশা করা বৃথা। আমার ভাগ্যের কি পরিহাস দেখ! আমার ছেলে-মেয়ে কেউ আমার কাছে থাকেনা। কর্ম বিধ্বস্ত দিনের শেষে একটু শান্তির আবাহনী সুর ‘daddy’ শুনতে পাইনি কখনো। আমি কখনো ওদের কোলে নিয়ে ঘুম পারিয়ে দিতে পারিনি। কখনো বৃষ্টির রাতে বুকের মাঝে জড়িয়ে ধরে ঘুমাইনি। কখনো আধো আধো বোলে বাবা’ বলে কেউ আমার বুকে মুখ লুকিয়ে হেসে ওঠেনি। আমার সন্তানরা যে যার মায়ের কাছে থাকে। যদিও আমি ওদের জন্মের কারণ কিন্তু আপনার জন হতে পারিনি। আমি পিতৃত্বের অধিকারী হয়েছি, কিন্তু সন্তানসুখ আমার ভাগ্যে জোটেনি। সন্তানকে চোখের সামনে বড় হয়ে উঠতে দেখার ভাগ্য আমার হয়নি। আমার সব আছে তবু কিছুই নেই। আমি যে সর্বহারার দলে। আয়ানের দুচোখ জলে ভরে যায়। মিঠি কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর টিস্যু এগিয়ে দিয়ে বলে,” আমার এই অতি উৎসাহের জন্য আপনাকে দুঃখ দিয়ে ফেললাম মনে হয়। আমি শুধু বেস্ট মোমেন্টগুলো শেয়ার করতে চেয়েছি আপনার সাথে। কিন্তু অজান্তেই আপনাকে একটা বিশ্রী অবস্থায় ফেলে দিলাম। I’m sorry. But Please, you don’t get any stress. It’s not good for you. আমি আপনাকে এভাবে দেখতে পারিনা, বড্ড খারাপ লাগে। After all you are my roll model. আমি নিজেকে groom করেছি আপনাকে দেখে।কি ভাবে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো সময়ের আগেই শেষ করে ফেলতে পারেন শুধুমাত্র কাজ ভালোবেসে।আপনার এই হাসিখুশি ভাব, সহজ মেলামেশা আমাকেও শিখিয়ে দিয়েছে কিভাবে জটিল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সব রকম কাজ করা যায়। So please don’t do like this. আজ আমি আপনার কথা শুনতে চাই, অবশ্য যদি আপনার আপত্তি না থাকে। আপনার প্যাসন এন্ড ডেডিকেশন দেখে আমি অবাক হয়ে যাই। কি করে আপনি এত সুন্দর করে আপনার কাজকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছেন? এতবড় একটা হাসপাতালে কাজ করতে গিয়ে নিশ্চয়ই আপনার সাথে সবাই সবসময় সহমত ছিল না। তবুও কিকরে সবার সহযোগিতা আপনি আদায় করতে পেরেছেন সেটা যদি বলেন!”

আসছি পরের পর্বে

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।