কবিতায় বলরুমে দেবারতি গুহ সামন্ত

মম চিত্তে

নটরাজের সামনে নৃত‍্যচর্চা করছিলাম,
বিভিন্ন ভঙ্গিমায়,বিভিন্ন মুদ্রায়।
শরীরটাকে ভেঙেচুরে চালনা করছিলাম,
যেদিকে ইচ্ছে,ঠিক সার্কাসের খেলার মতো।

তবুও সেই ফিলিংসটা আসছিল না,
আবেগঢালা হলেও কিছু একটা মিসিং।
চোখ বুজে ভাবলাম,কিভাবে বেস্টটা দেওয়া যায়?
একটাই উপায়, নটরাজের সঙ্গে একাত্ম হওয়া।

সতীর দেহ নিয়ে নটরাজের তান্ডবনৃত‍্য,
পুরো জগতসংসার শিবের ক্রোধে থরহরিকম্প।
আমিও তো হারিয়েছি প্রিয়জন,
কোথায় সেই উন্মাদনা?
বিষ্ণুর চক্র কি জেগে উঠেছে আমার নৃত‍্যে?

না ছন্দ,না তাল,না লয়,না সুর,
অথচ সম্পূর্ণটাই একটা কমপ্লিট প‍্যাকেজ,আগুন ত্রিনয়ন।
একমাত্র নটরাজই পারে এমন নৃত‍্য!
আমি বরং এসব ফ‍্যান্টাসি বাদ দিয়ে সতী হওয়ার চেষ্টা করি।।

Spread the love

You may also like...

error: Content is protected !!