ঈর্ষার কারণ হয়েছি, গিরিমাটি হয়েছি তোমাকে নিয়ে খুব একটা ভাবিনি, প্রয়োজন হয়নি, ভালোবাসা ঈর্ষা, কাছে যাওয়ার বাসনা ক্লান্ত হয়ে এলে ছায়া ও অন্ধকার প্রতারণা করে, সর্পিল পথ, কূট কৌশলী ছায়া মিশে যায় জলে। আমার একটুকরো ইচ্ছে কখনো জানানো হয়নি, তোমাকে। ঘন হওয়া অনুভব গোপন রেখে, আজ এক নিসর্গ গৈরিক তোমার ঈর্ষার কারণ হয়েছি। ঈর্ষার ভালোবাসা পৃথিবীর কেউ গ্রহণ করে না, যার উষ্ট্রি নেই, পথ আছে বাহন নেই, অশ্ব নেই, অন্ন নেই, যার অখণ্ড অবসর, নদী হতে না চেয়ে, বৃক্ষ হতে না চেয়ে, বৃক্ষের ছায়া হতে না চেয়ে, কটাক্ষ করেছে নিজের প্রতি। বাণপ্রস্তে যেতেযেতে চমকে উঠেছি, কোথায় এলাম? চারিদিকে মরুভূমি, আমার উষ্ট্রীর পায়ে ক্ষত, লু হাওয়া বয়ে যায়, হাওয়ায় ভাসমান পাথরের ক্রন্দন ভাঙা আয়নার: ভাঙনেরগল্প তোমাকে শোনাব কিনা খুব ভেবেছি, আমাকে বাঁচাতে তোমাকে বাঁচিয়েছি, ভালোবাসা বাঁচাতে পারিনি।