সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে শুদ্ধেন্দু চক্রবর্তী (পর্ব – ৭)
ক্ষণিক বসন্ত চারুকেশী জোছনার আলোয় ক্যানভাসটা সামান্য আলোর দিকে এলিয়ে দিল চারুকেশী। তারপর মোবাইলটা ট্রাইপডে রেখে ক্যামেরা ফোকাস করে লাইভ ভিডিওতে ঢুকে পড়ল সে। মোবাইলে পর্দার ওইপারে হিন্দোল স্যার। তিনিও ক্যানভাস নিয়ে বসে। চারুকেশী...