কবিতায় বিদ্যুৎ কুমার বোস
by
TechTouch Talk
·
Published
· Updated
আগামী
ডিঙ্গি নৌকা আমার পক্ষীরাজ
চলছে তরতরিয়ে,
ধানক্ষেত আর সবুজ বনের বুক চিরে
নীলের উপর, গেছে ভেসে।
আমাকে চিনেছে ওরা, বনবাসী।
কাছে ডাকে রামধনু বনফুল উপহারে,
মিশে আছে অশ্রু দানা।
ফুলানো ঠোঁটে অভিযোগ।
অসম্ভব সম্ভাবনাগুলো হচ্ছে বিলীন
কালো বাতাসের নিঃশ্বাসে।
গিলে নিচ্ছে গোগ্রাসে সবুজের জঞ্জাল
লাশঘরে আজ বেনে বউ
হিম হয়ে গেছে ঘাসফড়িং, লাটুসলতা।
গাংচিল, বেলে হাঁস, আর-
কাঁঠালিচাঁপার আর্তনাদে ভেজা বাতাস।
জ্যোৎস্নাপ্লাবনে জোনাকিখেলা
শ্মশানের বিস্ময়, অসভ্য সভ্যতা আজ।
নষ্ট সময়, বাড়ছে বিপন্নতা-
ভাঙলো ঘুম, উধাও পক্ষীরাজ।
আবর্জনার স্তূপে শুয়ে আমার মৃতদেহ,
পাশে হামাগুড়ি দেয় আমাদের সন্তান।