T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় অদ্রিজা সাঁতরা

শব্দহীন পরিসীমার ওপারে দাঁড়িয়ে আছো তুমি-
তোমাকে ছোঁওয়ার মত কোন অক্ষর
আমার ঘেরাটোপে নেই।

এখানে সন্ধ্যার মলাট জুড়ে
নির্লিপ্ত জোৎস্না বুনে যায় চাঁদ,
শ্রীপঞ্চমী রাতে আঁচল বিছিয়ে রাখলে
মুঠো মুঠো কলঙ্ক ভরে ওঠে…

আগুন নিভে এলেও যাপনছবিরা পুড়ে যায়নি এখনও
অন্ধকারে জেগে থাকে চুম্বনদাগ
জেগে থাকে আকন্ঠ অপেক্ষারা–
অপেক্ষার নাম কি অভিমান হতে পারে?

তোমাকে লেখার মতো বর্ণমালা
আমার কবিতায় নেই।
নিথর স্তবকেরা ডালপালা মেলে দেয়–
ফুল হয়, ফল ধরে, পাখির ডানায় নেমে আসে উৎসব
অলীক ছায়ার ভিতর, তুমি আমি
শীতলপাটি পেতে বসি।

Spread the love

You may also like...

error: Content is protected !!