কবিতায় পদ্মা-যমুনা – তে মো. আরিফুল হাসান

সবুজ মেয়ে

শেষ বিকেলের আলো তোমার চোখে
নরম নরম সবুজ পাতার সুখে
বাবুই এসে বাসা বানায় তাতে।
স্নিগ্ধ হেসে তুমি বললে, ও শিল্পী পাখি
বুকে জমা দুঃখ কোথায় রাখি
প্রাণ উতলা নিষিদ্ধ মৌতাতে।
আমি তখন অস্তাচলে উপেক্ষিত পর।
সন্ধ্যা তখন নেমে আসছে প্রায়– সব
পাখির কণ্ঠে ফেরার কলরব
গোধূলিরং অন্তরীক্ষে আঁকা।
আমি বললাম প্রণয়মাখা সুরে, ওহে
সবুজ মেয়ে দুঃখ কেনো সহে
আমার বুকে দুঃখ যাবে রাখা।
এসব শুনে তুমি– কাঁপছিলে থরথর।
Spread the love

You may also like...

error: Content is protected !!