সম্পাদকীয়

একটা বছর মানে তো কেবল মাত্র একটা সংখ্যা নয়৷ একটা মানুষের জীবন মানে তাঁকে কেন্দ্র করে যে ছোট ছোট বৃত্তগুলো গড়ে উঠেছে সেইগুলোকে গেঁথে ফেলা একটা মালা ৷ একটা দিনের পার্থক্যে সবটুকু কি বদলে যায়? সম্পর্কগুলো, সমীকরণগুলো, কষ্টের সংজ্ঞা, ঘটনার ঘনঘটা, কোনটা পাল্টে যায়? কিছুই পাল্টায় না, এটা ইন্দ্রজাল নয়, এটা ভেল্কিবাজি নয়! পৃথিবীর শুধু বয়স বাড়ে, আমাদের প্রত্যেকের নিজেদের বয়স বাড়ে, হয়ত বা সম্পর্ক, সম্বন্ধ, ঘনঘটা, তিক্ততা, জনপ্রিয়তা, ভয়, ভালোবাসা, সবটাই বাড়তে পারে!
ওরে, নূতন যুগের ভোরে
দিস নে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ॥
কী রবে আর কী রবে না, কী হবে আর কী হবে না
ওরে হিসাবি,
এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি?।
O my dear, Please do not waste your time analyzing it at the dawn of the new era.
Would you mix your thoughts with the dilemma of what would remain, what not, and what would not happen?
প্রস্তর যুগের আগে থেকে মানুষ বারবার প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে৷ কখনও প্রকৃতির কখনও স্বজাতির৷ ভালো খারাপের সংশয় কাটিয়ে, ধ্বংস, প্রলয়, হত্যালীলাকে উপেক্ষা করে, রুখে দাঁড়িয়েছে, লড়াই করেছে৷ কখনও পথে বেরিয়েছে, কখনও পথ থেকে ফিরে ঘর বেঁধেছে৷ সম্বন্ধ, সম্পর্ক, ঘটনা প্রবাহে গা ভাসিয়েছে৷ এমনটা যদি না হত মানব সভ্যতা গড়ে ওঠার আগেই ধ্বংস হয়ে যেত৷ মানুষের হার না মানার জেদ, এই উদ্দাম, এই লড়াইয়ের প্রবণতা মানুষের ইতিহাসকে যেন এগিয়ে নিয়ে গেছে বারবার !
কাল থেকে কোন যাদু হবে এই ভেবে আজকের দিনটাকে উপভোগ করা নয়৷ অন্যায়ের বিরুদ্ধে, অপ্রতিকূলতার বিরুদ্ধে আমাদের শিরদাঁড়াটাকে যে টান টান করে রাখতে হবে, আবার নতুন উদ্দাম উদ্দীপনা নিয়ে রুখে দাঁড়াতে হবে, সেই কথাটাই যেন নিজেই নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য উৎসব আজকের দিনে৷ শত্রুর বিরুদ্ধে লড়াই করবার জন্য যে স্পৃহা আমরা হৃদয়ে গচ্ছিত রেখেছি তাকে একটু রিচার্জ করিয়ে নেওয়ার দিন আজ৷ কোন সিন্ধু সভ্যতার সময় শুশ্রুত শল্য চিকিৎসা, প্লাস্টিক সার্জারি পথ দেখিয়েছিলেন গোটা পৃথিবীটাকে! আর্যভট্ট শূণ্য না সৃষ্টি করলে, আজ পৃথিবী অর্থ ব্যাবস্থার যে বিশৃঙ্খল পরিস্থিতি হত, তার বোধকরি ব্যাখ্যা করার প্রয়োজন নেই৷ অতীতেও আমরা পথ দেখিয়েছি বিশ্বকে, আজও দেখাবো৷ এই স্থির বিশ্বাসকে আরও একবার দৃঢ় চিত্তে বরণ করে নেওয়াই বর্ষ বরণ৷
সেই দৃঢ়তার কেন্দ্রবিন্দু থেকে আজ সুউচ্চ কন্ঠে ধ্বণিত হোক সেই মর্মবাণী :
আমরা করব জয় নিশ্চয়
We shall overcame some day.
A very HAPPY NEWYEAR to all of you

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।