কবিতায় আল্পি বিশ্বাস

রবীন্দ্রনাথ- এক মহাজীবন
যাঁর ভাবনার পথ ধরে
বৈশাখ থেকে চৈত্র
গ্রীষ্ম থেকে বসন্ত
হাঁটতে হাঁটতে অচেনা-অজানা
কানাগলি, ভাঙা সাঁকো চড়াই উৎরাই
ধু ধু মরু নদীখাত কাশবন
শীতল তুন্দ্রা, গভীর
অরণ্য নির্বিঘ্নে পার হয়ে যেতে পারি
তাঁকে জানাই প্রণাম
জন্ম-মৃত্যু-পরিণয়ে, আভিজাত্যে
বাউলমনে ত্যাগে তিতিক্ষায়
সুখে দুখে আনন্দে বেদনায়
হিংসা-দ্বন্দ্বে দৈন্যে সমৃদ্ধিতে
বন্ধুত্বে দুর্ভিক্ষে যুদ্ধে নির্জনে সমারোহে পূজায় প্রার্থনায়
তাঁর সাথে নিত্য দেখা,
নিত্য বেড়ে ওঠা।
শুধু বৈশাখের পঁচিশে
বা শ্রাবণের বাইশে নয়
তোমাকে স্মরণ করি রোজ
যাপনের প্রতি ক্ষণে।