T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় আলো বসু

বিবাহবন্ধন

লক্ষ্যভেদের বিবাহ মহাভারতীয়
আমি বলি লক্ষ্যভ্রষ্ট হয়েই লোকে এই পথে আসে
শৃঙ্গার রস গেঁজে যাওয়া প্রত্যেকটি বাড়ির বাইরে কান পাতলে উলটে পালটে এইরকমই ডায়লগ শোনা যায়
বিয়ে করে কার কত কত সম্ভাবনার দরজা বন্ধ হয়ে গেছে
বিয়ে না করলে কে কত দিগগজ হতে পারত
কে কাকে পেয়ে বর্তে গেছে…
নবপরিণীতার লজ্জা জড়িয়ে বলি অজস্র পাঁকের মধ্যে ভালোবাসার পদ্মও ফোটে মাঝে মাঝে
গলে মিলে গিয়ে মতে মত দিতে যাই
কিছুতেই সহমত হতে না পেরে ফের গোলমাল
মড়ার ওপর খাঁড়ার ঘা ডিজিটাল পরকীয়া, সন্দেহ ভাইরাস
মোবাইলে কে কাকে লাইক দিচ্ছে
কে গোপন বাক্সে ভরে কাকে লাভ পাঠায়…
বিবাহআইনবন্ধনবিবাহপরকীয়াআইনমুক্তি —
দু’জনের মাঝে চিনের প্রাচীর নয়, প্রাচীরের মত তাই হুড়মুড়িয়ে ঢুকেও পড়ে ভালেবাসার মতো ঢেউ
আস্ত একটা পুরী অথবা পঞ্চকোট
কুকুরের ঝগড়া, বিশ্বাস করুন!
আমিও বিশ্বাস করি একে কিছুতেই নিতম্বের নিচের উন্মাদনা বলে দাগিয়ে দিতে পারা যাবে না
হৃদয়ঘটিত বলাও যাবে না
কিছু একটা আছে
বন্ধুর মত কিন্তু বন্ধু নয়
শত্রু, আবার শত্রুও নয়
আসলে নেশা, বিবাহ একটি নেশার নাম
বুকে হাত দিয়ে বলুন তো আপনার স্বামী অথবা স্ত্রীর চেয়ে বড় নেশা কিছু আছে আপনার?
নেশা না জমলে বিয়ে ভেঙে দেয়,
ভেতর খুলে বিচার বিশ্লেষণ করে আবার বিবাহ করে অনেকে
এর পর আপনারাই বলুন বিবাহের কি কোন সংজ্ঞা দেওয়া যায়?

Spread the love

You may also like...

error: Content is protected !!