কবিতায় পদ্মা-যমুনা তে আবদুল বাতেন

বিস্বাদ লাগে এখন
বিস্বাদ লাগে এখন আমার পাপড়ির পরশ, সুরের ঝংকার
টোল পড়া গল্পের গাল, স্পর্শকাতর অধর কবিতার
মনে ধরে না বসন্ত বাতাসের জাপটে ধরা, কোকিলের গান
তারাদের হাসি, মেঘের খুনসুটি, রোদেলা অভিমান
আজকাল বড় বিস্বাদ লাগে রৌদ্র- ছায়ার রঙিন ক্যানভাস
পূর্ণিমার স্নিগ্ধতা, ঢেউয়ের উচ্ছলতায় নীলের সহবাস
সুস্বাদু খাদ্য ও পানীয়তে পচন, প্রিয় পোশাকে অরুচি
সফলতা ও সুনাম সুনামিতে হয় না স্বপ্নগুচ্ছ শুচি
সমস্ত ভালো থাকা চলে গেছে জননীর চিরপ্রস্থানে
বড় শূন্যতায় সাঁতার কাটা এখন বেঁচে থাকার মানে
মূলতঃ মা যার নেই, জীবনে তাঁর সুখের ছিটেফোঁটাও নেই