সম্পাদকীয়

বইমেলার পর আজ আবার শুরু টেকটাচটক ওয়েব ম্যাগাজিনের, বিরতির পর পথ চলা। আর আজ সাহিত্য কাঞ্চনের ধার্য দিন। প্রথম হওয়ার সুবিধে আছে, লোকে তোমাকে অনুসরণ করবে, আবার তেমনই বহু খুঁত, ত্রুটিবিচ্যুতির দিকেও আঙ্গুল তুলবে খুব সহজে। বেশ তো ত্রুটি তো গ্রহন যোগ্য! নিজেকে সংশোধন করার সুযোগ থাকে। কিন্তু নেগেটিভ মানুষ আর তার নেগেটিভিটি মন্তব্য একদম প্রশ্রয় দেবেনা না, ছুঁড়ে ফেলে দেবেন বহু দূরে।
সম্পর্ক কাঁচের বাসনের মত হলে যে কোন মুহূর্তে ভেঙে খানখান হবে। শুধু তাই নয়, যে কোন বৃত্তের বাইরের লোকও বৃত্তের ভেতর সেই কাঁচের পাত্রে ঢিল ছুঁড়বে সেটিকে ভাঙার জন্য। তাই সম্পর্ককে যত্নে রাখতে হয়, লালনপালন করতে হয়।
সম্পর্কের প্রতি আরও দায়িত্ববান হন।
সকলে সাহিত্য কাঞ্চন পড়তে থাকুন আর আপনাদের লেখা পাঠাতে থাকুন। অবশ্যই লেখা মান সম্পন্ন হলে ছাপা হবে।
ভালো থাকবেন। ভালো রাখবেন।
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়