T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় মুনমুন লায়েক

ঘরে ফিরলো না যে
সময় মতো সব এসেছে
শরতের আকাশ,ক্ষেত ভরা কাশ
সকালের সাদা পারিজাত
শুধু মেয়ে এলো না…….
কুপানো-থেঁতলানো শব এলো ঘরে।
স্বজন কান্না তুমি শুনচ্ছো তো…..
মাটির মূর্তি দেবী
নৃশংস, অত্যাচার বন্ধ হবে কবে?
কতদিন আর মেয়ে বলেই লাঞ্ছনা সইবে?
বিচার চেয়ে যাবো কোথায়
আইনের ভীষন মারপ্যাঁচ
নিরাশা ছাড়া কিছুই নেই
অসহায় দিন কাটে
এবার মা তুমি রামদের রেখে
সব অসুরদের নিয়ে যাও
যেন আর নির্ভয়া,অভয়া,উমা ..
নাম না দিতে হয়।।
(খুব লজ্জাজনক আমাদের সমাজে পরিস্থিতি, এই জন্য কি এত কষ্টের স্বাধীনতা পেলাম?)