ক্যাফে গুচ্ছ কাব্যে তন্ময় কবিরাজ

১| অভ্যাস
আমার একা থাকার অভ্যাসে প্রতিবাদ নেই
তুমি ঘরে এলে আলো নিভিয়ে রাখি আমি
ইচ্ছে করে না তোমার মুখ দেখি আর
কথা বলবো
যখন আমার পাশে বিভূতিভূষণ
প্রসেনজিত -ঋতুপর্ণার পরিনত জুটি,
আমি আর কোনো সত্যজিৎ
ফেলুদার খবর রাখবো না কোনোদিন?
আমার বাড়িতে শ্যাওলা
কিছু ফার্নের নিচে গুটিপোকা
আমার বন্ধু সেজে গল্প করে
আমার সেদিনের অ্যাস্ট্রেতে জল
ভরে রেখেছি হলুদ মানি প্ল্যান্ট-
আমার খোলা জানালায় ভয় নেই
বৃষ্টি এলেই বাজ পরে দূরের গাছে
তুমি শুধু ব্ল্যাঙ্ক এসএমএস আর
দিনে কয়েকটা ইমেইলে বেঁচে ছিলে
মিসকলডের শব্দ হয়নি আজও-
বইটা বন্ধ,শুধু অনুমান করে
ভুল গল্প শুনিয়েছি তোমাকে
তুমিও মিথ্যে ছন্দে রবীন্দ্রনাথ
হতে চেয়েছিলে –
অভ্যাসে ঘুমিয়ে পড়ো এ বেলা।
২| শিক্ষা
আমাকে শেখায়নি
ঝালমুড়ির ঠোঙায় আলুর চপে
যত্ন করে স্বপ্ন ভরে রাখতে
আমাকে শেখায়নি
দুমুঠো খাবারে যৌবন বিক্রি করতে
ব্রিগেড যেতে হবে
আমাকে শেখায়নি
নিজের মা বউকে মেরে
মন্ত্রিসভায় মহিলা বিলে ভাষণ দিতে হবে
আমার পাঁজরে চেতনা
মেরুদন্ড গুঁড়িয়ে দেবে লাল সবুজের পাথর
সব সাদা করে ভাসিয়ে দেব নদীর ভেলায়
শুধু মানুষ চলবে মানুষের রাস্তায়
দম্ভ আমার রক্তে
অহংকারে দিই ধিক্কার _