গারো পাহাড়ের গদ্যে ড. এস এম শাহনূর

সাইপ্রাস ভ্রমণের টুকরো গল্প

বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের “পথের পাঁচালী” উপন্যাসের অপু আর দূর্গার মত আমারও এক চির চঞ্চলা মন। জীবনের এতগুলো বছর পার করে এসেও যখন নতুন কোন ঐতিহাসিক বা দর্শনীয় স্থানে কিংবা কোন দেশে যাওয়ার প্রোগ্রাম হয় আমি ভাসি এক কল্পনার রাজ্যে। বিছানায় এপাশ ওপাশ করে কাটে নির্ঘুম রাত।
“Happiness is a way of travel and travel is the only thing we buy that makes us richer. If the world is a book, and those who don’t travel read only one page.” সত্যিই তাই। ভ্রমণের চেয়ে সুখ, ভ্রমণের চেয়ে নির্মল বিনোদন দ্বিতীয়টি নেই। তা হতে পারে দূরে কিংবা কাছের কোন দর্শনীয় স্থান।স্বদেশ কিংবা বিদেশ। পাহাড় সাগর কিংবা গহীন অরণ্যে। আপনার নিজ শহরের অদেখা কোন স্থান, গ্রামের মেঠো পথ কিংবা ঢেউ খেলানো ফাটাবিল, উল্লারের ধান খেত।

**১৫ আগস্ট ২০১৫ ইংরেজী। প্রথম বার সাইপ্রাস ভ্রমণের প্রাক্কালে লিখেছিলাম, Travelling to Cyprus. Only for Rest, Recreation and Visit historical places= Mental Refreshment.

“আল্লাহুম্মা তাওয়াক্কালতু আলাল্লা ওয়ালা হাওলা ওয়ালা ক্যুয়াতা ইল্লাবিল্লা হিল আলিউল আজীম”
অতঃপর লিখেছিলাম –
“শৈশব কৈশরে মনের গহীনে বুনা স্বপ্নগুলো জীবনে আজ আর স্বপ্ন নয় সত্যি;
আসুন স্বপ্ন নিয়ে বেঁচে থাকি একদিন স্বপ্নই আপনাকে দিবে স্বপ্ন থেকে মুক্তি।”
সে বার অবশ্য Limasool গিয়েছিলাম। তাই আমার গন্তব্য সম্পর্কে লিখলাম
***Limasool is the second (after the capital- Nicosia) largest urban area in Syprus.
***Syprus is an island in the Mediterranean Sea, the North of Turkey. It’s a country in Europe.

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।