T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন শমিত কর্মকার

ইচ্ছে ডানা
হাঁটা পথেই প্রথম ভোরের আলো
মনের ইচ্ছা গুলো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে
আগামীর যে স্বপ্ন তাকে সফলতা দিতে হবে
ক্রমবর্ধমান সময় মনে কে শুধুই অস্থির করে।
তবুও ইচ্ছা চলেছে মনের জোরে
যে কোন মূল্যে টপকাতে হবে বেড়াজাল
বহু বাধার মধ্যেই বেঁচে থাকা ইচ্ছারা
সময় আসবে চলেও যাবে ইচ্ছার পূর্ণরূপ দিতেই হবে।
পথের শেষে কান্ত মন শুধুই ভাবে
এই জন্মের কি শুধুই এমন চলা
প্রস্তুতি না নিয়ে এগোলে শুধুই ভয়
ভয়কে জয় করতে না পারলে ব্যর্থ এ জীবন।