কবিতায় পদ্মা-যমুনা তে আবদুল বাতেন

তোমাকে ছেড়ে যাবে
তিন সেকেন্ডে তোমাকে ছেড়ে যাবে-
প্লাক করা ভুরুর ভঙ্গিমা, লাল লিপস্টিক
ওয়েভি চুলের উচ্ছ্বাস, ব্রা-র ওপেন হুক
ছুঁড়ে ফেলে দেবে তোমাকে – হাই, হানি
তবু ভেঙে পড়ো না, নিজেকে নিঃস্ব ভেবো না।
তোমাকে তৃষ্ণার্ত জেনে শুকিয়ে যাবে-
পদ্মময় পুকুর, নদনদী, সাগর ও মহাসাগর
মরে যাবে গাভীর ওলান, টসটসে মৌচাক
অসহ্য রোদে ফেটে চৌচির হবে জমিন
তাতে তুমি হাল ছেড়ো না, হতাশ হয়ো না।
ভুখা তোমাকে দেখে উল্লাসে উজাড় করবে-
পঙ্গপাল পলকে খাদ্যশস্যের সমস্ত মাঠ
ক্ষমতাবান নিমেষে লুট করবে খাদ্যগুদাম
দুর্ভিক্ষের দুয়ার খুলবে কঙ্কালের পর কঙ্কাল
তুমি উবু হয়ে থেকো না, পরাজয় মেনো না।
তোমাকে আসতে শুনে সটকে পড়বে-
অলিগলি, চৌরাস্তা, প্রতিটি পথ ও পাথেয়
হরতাল, অবরোধে কাতরাবে কোটি যানবাহন
তোমাকে ঠেকাতে চাইবে ব্যারিকেড, ঘাতক বুলেট
তবু তুমি পতাকা ছেড়ো না, প্রতিজ্ঞা ভেঙো না।