প্রবাসী ছন্দে মজনু মিয়া (বাংলাদেশ)

চন্দ্র রাতের কাব্য
ধীরে ধীরে আধ ফোটা হয়ে ফুটতে লাগলো চন্দ্র,
আন্ধার পৃথিবী কিছু কিছু করে আলোকিত হলো।
চন্দ্র পূর্ণ হলে,রাতের কারিশমায় মুগ্ধ হলাম,
নদীর জল,গাছের ফুল হাসে।
ভ্রমর অলি ছুটে আসে সেই সুবাস কুড়িয়ে নিতে,
আশিক মনের ভালোবাসা রাতের কাব্য কাব্যিক হয়ে ওঠে।
তুমি যেন রূপের পসরা সাজিয়ে রেখেছো সাজে,
বিভোর মনে আকৃষ্ট হই সেই সৌন্দর্যের সাগরে।