কবিতায় বলরুমে অসীম বিশ্বাস

শারদ স্মৃতির মান্দাসে
প্যালেটের কালো রঙে আলো গুলে
ভোর হয় কুমারী ক্যানভাসে
নব বধুর সিঁথির সিঁদুর মেখে
সূর্য ওঠে- পূব দিগন্তে শারদীয়া আকাশে
ঘুম ভাঙ্গে কাজল কালো চোখের পাতায়
শিউলি পাতার শিশিরে ভিজে
পরকিয়া প্রেমের উষ্ণতায় ভরা
এক কাপ চায়ে চিনি মিশিয়ে
শারদ সকাল ফিরে আসে
কাঁটাপুকুর নর্থে
রামধনু রঙ পাপড়িতে গুলে
দোপাটিরা ফুটে থাকে ছাঁদ বাগানে
কাশ ফুলে দোল দিয়ে চল্লিশোর্ধ্ব বাতাস
অজয়ের স্রোতে বয়ে যায় দুপরের নিঝুম বেলায়
রুপোলী জলে গা ধুয়ে অসতী নারী
নতুন বিছানা পাতে সন্ধ্যা প্রদীপ জ্বেলে …!