কাব্যানুশীলনে জয়িতা আচার্য

নাব্যতা
এই যে উড়ন্ত জীবন তোমার,
ঘাসফুলেদের সাথে হোলিখেলা,
আমাকে ভিখারি করে
জীবন থমকে দাঁড়ায়
ছায়ায়
গলে গলে পড়ে বিষণ্ণ দুপুর
তোমার রঙিন খেলা,
বেরং আমি
একদিন,
রেখে এলে
কয়েকটি কাশফুল
কী মনে করে,
গোপন নদীর চর
ভিজে মাটি তোমাকে চায় এখন
কুলভাঙা ঢেউ তোমাকে চায়
আসবে না!!